1. পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতাে সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;আবার তাহারে কেন ডেকে আন? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালােবাসে!হায় চিল, সােনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিড়ি নদীটির পাশে।
বনলতা সেন
2. আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনাঅন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :আমি এক গভীরভাবে অচল মানুষহয়তো এই নবীন শতাব্দীতেনক্ষত্রের নিচে।
জীবনানন্দ দাশ কবিতা সমগ্র
3. সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই হয় কথা,আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের 'পরে!
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা